‘পদ্মাবত’কে ছাড়িয়ে গেল ‘বাঘি ২’
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ পর পর দুটি ছবি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তাই, ফিরে আসার জন্য এই ছবিটি হিট হওয়া খুবই প্রয়োজন ছিল টাইগার শ্রফের। তা না হলে হুমকির মুখে পড়ত তাঁর ক্যারিয়ার। আর এ জন্যই এবার বাজিটা মাত করলেন এই নতুন বলিউড সেনসেশন। মুক্তির প্রথম দিনেই ২৫ কোটি রুপি আয় করেছে টাইগার শ্রফ ও তাঁর ‘কথিত’ গার্লফ্রেন্ড দিশা পাটানি অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘বাঘি ২’।
সাজিদ নাদিয়াদওয়ালার এই অ্যাকশন এন্টারটেইনারটি ইতিমধ্যে একটি রেকর্ড ব্রেকার। এটি ইতিমধ্যে সুপার মুভি ‘পদ্মাবত’-এর ‘ফার্স্ট ডে ওপেনিং’ রেকর্ড ভেঙে দিয়েছে। এবং এই ছবিটির জন্য দারুণ রেসপন্স পাচ্ছেন দুই অভিনয়শিল্পী।
ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটে লেখেন, বক্স অফিসে খুব ভালো করছে বাঘি ২। এটা একটা দুর্দান্ত শুরু। এ পর্যন্ত এ বছরের সেরা ওপেনিং। আয় করেছে ২৫.১০ কোটি রুপি। পদ্মাবতের ১৯ কোটি রুপি ওপেনিং রেকর্ড সহজেই ভেঙেছে ছবিটি।
আহমেদ খান পরিচালিত ছবিটি ভারতজুড়ে মোট ৩৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।
সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.