নৌযানে নিরাপত্তা সামগ্রী বিতরণ

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
সাম্প্রতিক সময়ে বেশ কটি নৌদুর্ঘটনার পর অবশেষে মহেশখালী-কক্সবাজার নৌ পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য সুদৃষ্টি পড়েছে প্রশাসনের। ৭ অক্টোবর মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নৌরুটে চলাচলকারী ২০টি গাম বোটের জন্য সিগনাল লাইট, টর্চ লাইট বিতরণ করা হয়েছে।
মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মহেশখালী কক্সবাজার নদীপথের মহেশখালী চ্যানেলে বাঁকখালীর খরস্রোতা নদীতে বর্ষায় মহেশখালী দ্বীপের জনগণ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছে। সাম্প্রতিক সময়ে একটি দুর্ঘটনায় একজন কলেজছাত্রের প্রাণহানিসহ একই দিনে চারটি লাশ উদ্ধারের বিষয়টি আমি উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২০ গামবোট কে সন্ধ্যার পরে যাতায়াতে ব্যবহারের জন্য সিগন্যাল লাইট ও টর্চ লাইট প্রদান করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই রুটের যাত্রীদের জন্য ২০০ লাইফ জ্যাকেট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সব নৌ যানের জন্য উপজেলা প্রশাসন লাইফ জ্যাকেট সংগ্রহ করার চেষ্টা করবে। এ সময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা যাত্রী পারাপারের নিয়োজিত গাম বোটের চালকদের উদ্দেশ্যে নির্দেশিত উপজেলা প্রশাসন কর্তৃক জারিকৃত ৯ দফা নির্দেশনা মেনে চলারও নির্দেশ দেয়া দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.