নৌপথে অতিরিক্ত টাকা আদায়, দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কর্মকর্তাকে জরিমানা

মোজাম্মেলহক, গোয়ালন্দ (রাজবাড়ী)
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ট্রাক বুকিং কাউন্টারে পণ্যবাহী ট্রাকের টিকেটের নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৭মে) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম দৌলতদিয়া ট্রাক বুকিং কাউন্টারে ভ্রাম্মমাণ অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফা (৫৮) নামে এক কর্মকর্তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাকের নির্ধারিত ফি ব্যতিত অতিরিক্ত কোন টাকা নেয়া যাবে না। এরপরেও যারা এই কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.