ওয়ান নিউজ ডেক্সঃ কক্সবাজার-৪ আসনের উখিয়ার পালংখালীতে মহাজোটের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারের টমটম পোড়ানো ও প্রচারকারী জামাল হোসেনকে মারধরের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর ছোট ভাই এডভোকেট শাহজালাল চৌধুরীকে এক নম্বর ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে দুই আসামী আসামী করে দ্রুত বিচার আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পালংখালীর ঘোনারপাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র আহত জামাল হোসেন বাদী হয়ে ১৭ জনকে এজাহারভূক্ত ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মোট ৫২ জনের বিরুদ্ধে শনিবার (২২ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়।
মামলা নং- ২১/২০১৮ (উখিয়া থানা)। মামলার ধারা দ্রুত বিচার আইনের ৪ ও ৫। মামলায় এক লক্ষ ৭০ হাজার টাকা ক্ষতিসাধন, ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেট ও সাড়ে ৪ হাজার টাকা নগদ লুটের অভিযোগ আনা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.