নীলফামারী সংবাদদাতা:
সীমানা জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর পর নীলফামারী সদরের ৫ নং টুপামারী ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আফতাব উজ্জামান ফলাফল ঘোষণা করেন। জানা যায়, মছিরত আলী শাহ ফকির একাধিকবার ওই ইউনিয়নে নির্বাচয়ে জয়লাভ করেন।
এবারের নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে ৮ হাজার ২৭৩ পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আবুল কাশেম শাহ পেয়েছেন ৫ হাজার ৮৯৮ ভোট। আর ধানের শীষের প্রার্থী ছাইয়েদুর রহমান পেয়েছেন ৩ হাজার ২৯৭ ভোট। এতে গড় ভোট পড়েছে ৮৫ দশমিক ৫১ শতাংশ।
এছাড়াও নিবাচনে ১৭ জন নারী প্রার্থী অংশ নেন। সংরক্ষিত ১, ২,৩ নং ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীক নিয়ে আরজু আরা বেগম ১ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী হন। ৪, ৫,৬ নং ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ১ হাজার ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭, ৮, ৯ নং ওয়ার্ডে সূর্যমুখী ফুল প্রতীকে নুর বানু বেগম ১ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হন।
ওই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে মিলন চন্দ্র সরকার ৮৬০ ভোট, ২ নং ওয়াডে তালা প্রতীকে রুহুল আমিন ৮৪৩ ভোট পেয়ে জয় লাভ করেন। ৩ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ৮৫০ ভোট পেয়ে, ৪ নং ওয়ার্ডে মাহমুদুল হাসান মাসুম মোরগ প্রতীকে ১ হাজার ১ ভোটে এবং ৫ নং ওয়ার্ডে আবুল কালাম ফুটবল প্রতীকে ৬৯৩ ভোট পেয়ে বিজয়ী হন।
এদিকে, ৬ নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে আবু তালেব ৯১১ ভোট, ৭ নং ওয়ার্ডে তালা প্রতীকে মকবুল হোসেন ৩৯৩ ভোট, ৮নং ওয়ার্ডে ভ্যানগাড়ি প্রতীকে আসাদুল ইসলাম ৬৩৩ ভোট ও ৯ নং ওয়ার্ডে মোরগ প্রতীকের প্রার্থী ১ হাজার ১৮৩ ভোট পেয়ে জয়ী হন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ওই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০ হাজার ৯৯৭। এরমধ্যে নারী ভোটার ১০ হাজার ২৩৫ এবং পুরুষ ১০ হাজার ৭৬২ জন। ২০১১ সালের ৫ জুনের নির্বাচনে ভোটার ছিল ১৬ হাজার ৫৯৮ জন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে রাত ১০টায় রিটার্নিং ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ভোটযুদ্ধে অংশ নেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.