নোয়াখালীতে জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা

ওয়ান নিউজ ডেক্সঃ নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুকের উপর হামলা চালিয়ে চারটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দুর্বৃত্তরা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও পোস্টারে অগ্নিসংযোগ করে।

জয়নুল আবদিন ফারুক জানান, রবিবার সকালে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে তিনি উপজেলা সদরে ফুল দিতে যান। এ সময় সেনবাগ বাজারের কাছে রাস্তার উপর তাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

তিনি জানান, এ হামলায় উপজেলা চেয়ারম্যান বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও পৌর ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন স্বপন আহত হন।

এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নোয়াখালী-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.