ওয়ান নিউজ ডেক্সঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তোলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটিতে লক্ষাধিক মানুষের বিক্ষোভ হয়েছে।
এ ছাড়া দুর্নীতির অভিযোগ থাকায় নেতানিয়াহুকে দেশ পরিচালনায় ‘অযোগ্য’ মনে করছে তারা।
গত বছর নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। দেশটির আদালতে এই অভিযোগের শুনানি চলছে।
আল জাজিরা জানায়, লকডাউন চলাকালে শনিবার ইসরায়েলে কয়েকশ জায়গায় জড়ো হয়েছিল লক্ষাধিক মানুষ।
জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভে বাধা দিতে দেখা যায় নিরাপত্তা বাহিনীকে।
রাজধানী তেলআবিবের মধ্যাঞ্চলে হাবিমা স্কয়ারে সবচেয়ে বড় জমায়েতটি হয়। বাঁশি ও বাজনা বাজিয়ে বিক্ষোভে যোগ দেয় মানুষ।
পতাকা উড়িয়ে তারা স্লোগান দেয়, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম) তুমি আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছ’। ‘গো’ (যাও) বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। তাকে তারা ‘ক্রাইম মিনিস্টার’ বলে আখ্যা দেয়।
তেলআবিব ও জেরুজালেমের একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, চার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে ১২০০ জায়গায় বিক্ষোভের ডাক দেয়া হয়। নির্ধারিত সেই বিক্ষোভ সফল করতে জায়গাগুলোতে জমায়েত হয় জনতা।
এদিকে আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বড় জমায়েতের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। যদিও লকডাউনে ঘর থেকে এক কিলোমিটার পর্যন্ত চলাফেরার অনুমতি রয়েছে। তবে শনিবার এই বিধিনিষেধ ভঙ্গ করেই রাস্তায় নামে মানুষ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.