নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান পলকের

ওয়ান নিউজ ডেক্সঃ আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে নাটোরের সিংড়া পৌর কনফারেন্স রুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি।

এ সময় নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌসসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.