নেইলপলিশ ব্যবহারের আগে ও পরে
ওয়ান নিউজ ডেক্সঃ নারীদের সাঁজগোজের একটা বড় অংশ জুড়ে থাকে নখ। আর এই নখের সৌন্দর্যে ব্যবহার করা নেইলপলিশ। তবে অনেকেই নেইপলিশ লাগাতে গিয়ে নখের অন্যান্য জায়গায় লাগিয়ে ফেলেন। সুন্দর করে দেয়ার উপায় অনেকেই জানেন না। নেইলপলিশ লাগানোর সময় খেয়াল করুন যাতে ছড়িয়ে না যায়। কারণ সঠিকভাবে নেইলপলিশ দিতে পারাটাও একটি গুণ। নেইলপলিশ দেয়ার আগে–পরে বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই। দরকার ছোটখাটো কিছু নিয়ম মানার। মেনে চললে কষ্ট এবং সৌন্দর্য— দু‘টোই সার্থকতা পাবে।
টপ কোটিংয়ের ব্যবহার নেইলপলিশের রংকে উজ্জ্বল করে। নেইলপলিশের মধ্যে একধরনের কেমিক্যাল থাকে। তবে ভালো মানের পণ্যে এই ক্ষতিকর উপাদান কম থাকে। অনেকের নখের ওপরের আবরণটি পাতলা হয়ে থাকে। তাই যেকোনো নেইলপলিশ ব্যবহার না করলে নখের ক্ষতি কিছুটা কম হয়।
নেইলপলিশ ব্যবহারের আগে ও পরে কী করা উচিত, সে বিষয়ে রইলো কিছু টিপস-
> প্রতিদিন নেইলপলিশ লাগানো ও তোলা ঠিক নয়।
> ৩ থেকে ৪ দিন পরপর নেইলপলিশ তোলার কাজটি করুন।
> নেইলপলিশ দেয়ার আগে অবশ্যই নখ পরিষ্কার করে নিতে হবে।
> নেইলপলিশ ব্যবহারের আগে নেইল হার্ডনার ব্যবহার করা উচিত।
> ৩ বা ৪ দিন পর নেইলপলিশ তুলে মেনিকিউর, প্যাডিকিউর করে আবার লাগানো যেতে পারে। এতে নখ ভালো থাকে।
> নখে বাফারিং করাও খুব প্রয়োজন নেইলপলিশ ব্যবহারের আগে।
> নেইলপলিশ তোলার ক্ষেত্রে সম্ভব হলে একই ব্র্যান্ডের নেইলপলিশ ও রিমুভার ব্যবহার করুন।
> নেইলপলিশের বোতলটি দুই হাতের তালুর মধ্যে নিয়ে ঘষে নিন। তবে কখনোই নেইলপলিশের বোতলটি ঝাঁকাবেন না। নেইলপলিশ ব্যবহারের সময় বোতলের মুখটি ঢেকে রাখুন কিছু দিয়ে।
> ব্যবহারের ৫ মিনিট আগে নেইলপলিশটি ফ্রিজে রাখলে তা নখে ভালোভাবে বসে যাবে। আপনি চাইলে ফ্রিজের ভেতরেই সব সময় এটিকে সংরক্ষণ করতে পারেন।
> নেইলপলিশ ব্যবহারের পরে একটা টপ কোটিং দিলে তা সুন্দর ও দীর্ঘস্থায়ী হয়।
> নেইলপলিশ লাগানোর পর চেষ্টা করুন ১০ মিনিট কোনো কাজ না করতে।
> চটজলদি শুকাতে চাইলে বরফ দেয়া পানির ভেতর হাত ডুবিয়ে রাখুন ১০ সেকেন্ড।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.