নেইমারের জার্সি চুরি, কোচ আমরির বাড়িতে ভাংচুর-লুট!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্যারিসে বেশ উটকো ঝামেলার মধ্যেই পড়ে গেছেন নেইমার। কদিন আগেই বাউন্ডারি দেওয়াল টপকে তার বাড়ির ভেতর ঢুকে পড়েছিল কতিপয় সমর্থক। সেই ঘটনার পর নিজের বাসস্থানটাই বদলে ফেলার পরিকল্পনা করেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরই মধ্যে ঘটে গেল আরেক কাণ্ড। চুরি হয়ে গেছে নেইমারের জার্সি!
না, চোরের দল সরাসরি নেইমারের বাড়িতে হামলা চালায়নি। চোরের দল চুরি করতে ঢুকেছিল পিএসজির স্প্যানিশ কোচ উনাই আমরির বাসায়। আমরির বাসা থেকেই তাদের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে নেইমারের দুইটা জার্সিও চুরি করে নিয়ে গেছে চোরেরা।
প্যারিসে উনাই আমরির ১৬ নম্বর ডিসট্রিক্টের বাসায় চোরেরা এই চুরি কাণ্ড ঘটিয়েছে গতকাল বুধবার সকালে। বুধবার রাতেই স্ট্রাসবার্গের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ কাপের ম্যাচ ছিল পিএসজির। সকালে তাই এই ম্যাচ নিয়েই ব্যস্ত ছিলেন কোচ উনাই আমরি। তার স্ত্রী লৌসা ফার্নান্দেজও যেন কি কাজে একটু বাইরে গিয়েছিলেন। মানে বাসা ছিল ফাঁকা।
চোরের দল এই সুযোগটাই কাজে লাগিয়েছে। না, খুব বেশি কিছু হাতিয়ে নিতে পারেনি। বাসায় নগদ টাকা-পয়সা ছিল কিনা, সেই সন্ধ্যান চোরেরা করতে পারেনি। হাতের কাছে যা কিছু পেয়েছে, তা নিয়েই দ্রুত সটকে পড়েছে। সকাল ১১টার দিকে উনাই আমরির স্ত্রী বাড়িতে ফিরেই দেখতে পান বাসার আসবাবপত্র ভাংচুর, তছনছ করা হয়েছে। সবকিছু এলোমেলো।
প্রাথমিকভাবে হিসেবে করে লৌসা ফার্নান্দেজ পুলিশকে জানিয়েছেন, সব মিলে ২০ হাজার ইউরোর মালামাল নিয়ে গেছে চোরেরা। যার মধ্যে নেইমারের দুটি জার্সি, উনাই আমরির ৬ হাজার পাউন্ডের রোলেক্স ঘড়ি এবং তার স্ত্রীর দুটি চ্যানেল ব্যাগও ছিল। লৌসা ফার্নান্দেজ জানিয়েছেন, তাদের অষ্টম তলার বাসার দরজা লাগানোই ছিল। তবে তালা দেওয়া ছিল না। মানে চোরদের ঘরে ঢুকতে কোনো কষ্টই করতে হয়নি।
চোরেরা জিনিসপত্র নিয়ে নিরাপদে চমপট দিয়েছে বটে। তবে চুরির মালি হজম করতে পারবে বলে মনে হয় না! কারণ, ভবনটির সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার প্রানপণ চেষ্টা করে যাচ্ছে প্যারিসের পুলিশ। এখনো সনাক্ত করতে পারেনি। তবে পুলিশ আশাবাদী, শিগগিরই চোরের দলকে চিহ্নিত করতে পারবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.