নেইমারের একমাত্র গোলে বার্সার জয়

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্রায় এক দশক পর রিয়াল সোসিয়েদাদের মাঠে জয় পেয়েছে বার্সেলোনা। নেইমারের একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকে দল। আর এই জয়ের ফলে কোপা দেল রের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার কাম্প ন্যুউয়ে হবে ফিরতি লেগ।

ম্যাচের শুরু ২১তম মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন নেইমার। তাকে স্প্যানিশ ডিফেন্ডার আরিৎস এলুসতোন্দো ডি বক্সে ফাউল করলে পেনাল্টিটি পায় বার্সেলোনা।

উল্লেখ্য, ২০০৭ সালের পর থেকে এই মাঠে আটবারের প্রচেষ্টায়ও কোনো জয় ছিল না বার্সেলোনার। মেসিদের সে হতাশা এবার কাটলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.