নির্বাচন কমিশনের দায়িত্ব পালন চ্যালেঞ্জিং : সিইসি
ওয়ান নিউজঃ নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এ সময় সিইসি বলেন, ‘এই মুহূর্তে বিস্তারিতভাবে কথা বলার সময় হয়নি। আমরা এখনও বসতে পারিনি।’ তবে তিনি আন্তরিকতার সঙ্গে সার্থকভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা সৌধপ্রাঙ্গণ ত্যাগ করেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নতুন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.