নির্বাচন কমিশনের কথা মানছে না পুলিশ!

ওয়ান নিউজ ডেক্স: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কথা পুলিশ মানছে না জানিয়ে ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান বলেছেন, সরকারি বাহিনী কর্তৃক প্রচারণায় বাধা দেয়ার লিখিত অভিযোগ নিয়ে সিইসির কাছে গেলে তিনি জানান- পুলিশ তাদের কথা মানছে না।

বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলাসহ নিবাচনী প্রচারণায় পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন এ বিএনপি প্রার্থী।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান। ছবি: সংগৃহীত

উপরে আল্লাহ, নিচে গণমাধ্যম ছাড়া তাদের দেখার কেউ নেই বলে মন্তব্য করেন মান্নান। বলেন, বর্তমানে দেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে- এখন উপরে আল্লাহ, নিচে গণমাধ্যম ছাড়া আমাদের দেখার কেউ নেই।

তিনি বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার করতে গিয়ে বারবার সরকার বাহিনীর হামলার শিকার হচ্ছি। এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুষ্ঠু সমাধান পাইনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী বলেন, দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের অপেক্ষায় ছিলাম। কিন্তু চক্রান্ত করে তা পিছিয়ে দেয়া হয়েছে।

মান্নান বলেন, আমার বাসভবনের চারপাশে সাদা পোশাকধারী পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এতে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার কর্মী-সমর্থকরা আমার সঙ্গে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে দেখা করতে এলে গ্রেফতার আতঙ্কে থাকে। এসব অভিযোগ নিয়ে সরাসরি নির্বাচন কমিশনে গেলেও তারা কোনো পদক্ষেপ নেননি।

বিএনপি নেতা বলেন, ক্ষমতাসীনরা কৌশলে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। তারা আমাদের সিনিয়র নেতাদের ওপর হামলা-মামলা করে প্রতিনিয়ত হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সূত্র: যুগান্তর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.