নির্বাচনেও আমার ভাগ্নে আমার পাশে এসে দাঁড়িয়েছে

ওয়ান নিউজ বিনোদন ডেক্স: চলচ্চিত্র প্রযোজক ও দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে নৌকার মনোয়ন চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ তাকে নৌকার টিকেট দেয়নি। তবে থেমে যাননি জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতা। বসে না থেকে চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ফারুকের (ঢাকা ১৭) নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন।

গত রবিবার বিকেলে ফারুকের বনানী পার্টি অফিসে গিয়েছিলেন ডিপজল। সেখানে প্রায় সাড়ে ৩ ঘন্টা ছিলেন। নৌকাকে জয়ী করতে দু-চার কথা বলে স্থানীয় ভোটারদের উদ্বুদ্ধ করেন। সেখানে নায়ক ফারুক ছাড়াও ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, জয় চৌধুরী, বাপ্পী চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

অভিনেতা ডিপজল মামু বলে সম্বোধন করেন ফারুককে। ফারুকও তাকে ভাগ্নের মতো স্নেহ করেন। তারা দুজন একসঙ্গে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ও করেছেন। এবার ভাগ্নে ডিপজল তার মামু ফারুকের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। মামুর জন্য মানুষের দ্বারে দ্বারে চাইছেন ভোট, চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের বলছেন, দলমত নির্বিশেষে ফারুককে সবার ভোট দেওয়া উচিত।

ডিপজল বলেন, ‘ফারুক আমার মামু, তারে আমি মামু কই। তার লগে আমার সম্পর্ক খুবই ভালো। তারে জিতাইতে কাজ করতাছি। মানুষের দ্বারে দ্বারে যাইয়া আমার মামুর জন্য ভোট চাইতেছি। আশা করি গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট এলাকার জনগণ আমার মামুরে ভোট দিয়া নির্বাচিত করবেন।

ডিপজল আরও বলেন, ‘আমাদের মামু-ভাগিনার সম্পর্ক বহুত দিনের। বিশ বছরেরও বেশি। মামুর জন্য সবার কাছে ভোট চাইছি। মামুরে জিতাইতে হইব। ভাগ্নের এই মনভরা মমতায় খুশিতে গদ গদ মামু ফারুক।

তিনি বলেন, পরিচয়ের শুরু থেকেই ডিপজল আমাকে মামু বলে সম্বোধন করে। আমার বিপদে-আপদে সে ছায়ার মতো আমার পাশে এসে দাঁড়ায়। আমিও তাকে ভাগ্নের মতো স্নেহ করি। নির্বাচনেও আমার ভাগ্নে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সত্যই খুব ভালো মানুষ ডিপজল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.