মো: নাজমুল সাঈদ সোহেলঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে জনসাধারণের চলাচল লাগবে তলিয়া খালের উপর নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করেন স্থানীয় যুবক আকতার কামাল ।শুক্রবাৱ(২৭ নভেম্বর) জুমার নামাজের পর স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্ত উপস্হিতিতে সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । এ সময় সমষ্টিগত হয়ে বৃহত্তর স্কুলপাড়া-কুতুবদিয়া জামে মসজিদের প্রবীণ ইমাম মাওঃআব্দু সাত্তার শুকরিয়া আদায় ও মোনাজাত করেন।
আকতার কামাল।তিনি খুটাখালী ইউনিয়নেৱ ৩নং ওয়ার্ডের স্কুলপাড়া গ্রামের মৃত আব্দু গফুরের পুত্র।তিনি ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকেৱ দায়িত্ব পালন করছেন। নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত উদ্যোগে সেতু নির্মাণের বিষয়ে জানতে চাইলে আকতার কামাল বলেন,তলিয়া খালটি জোয়ার-ভাটা খাল।এই খালে যান্ত্রিক নৌ-যান চলাচল করে। খালটির উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৮০- ফুট,প্রস্থ-৫ ফুট।এটি নির্মাণের ব্যয়- ১লাখ ২০হাজার টাকা।এই সেতু দিয়ে দৈনিক প্রায় হাজারো মানুষের যাতায়ত ।তাছাড়া সেতুটি এতোদিন না থাকায় প্রতিদিন চলাচলে সাধারণ মানুষ ও দিনমজুর মানুষের চরম র্দূভোগ পোহাতে হয়েছে।তাই আমি ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের কষ্ট লাগবে জনস্বার্থে খাল পারা-পার করার জন্য কাঠের সেতুটি নির্মাণ করেছি।কারণ আমার মরহুম মাতা-পিতা ও কন্যা সন্তান জেনিয়া মণির ইছালে সওয়াব এবং জনসেবার লক্ষে সেতুটি নির্মাণেৱ জন্য উদ্যোগ গ্রহণ করি।
সেতুটিৱ আনুষ্ঠানিক উদ্বোধনকালে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন,সিনিয়সহ-সভাপতি শফিকুর রহমান,সাধারণ সম্পাদক বাহাদুর হক,সাবেক সাধারণ সম্পাদক ডাঃমীর আহমদ,সাবেক সাধারণ সম্পাদক বেলাল আজাদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভূট্রো,৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ঈদুল আমিন,সিনিয়র সহ-সভাপতি আবু বক্কৱ কালু,যুগ্ম সম্পাদক হামিদুর রহমান,সাবেক সভাপতি ছৈয়দ আহমদ,সদস্য আলতাজ মিয়াসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.