নিউজিল্যান্ড একাদশ ১০ ওভারে ৪২/১

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিউজিল্যান্ড একাদশ শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে ৪২ রান করেছে। এর আগে বাংলাদেশ টসে জয়লাভ করে নির্ধারিত ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে করে ২৪৬ রান।

অস্ট্রেলিয়ার মাটিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল সাকিবরা। প্রথমটিতে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারালেও দ্বিতীয় ম্যাচে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে টাইগাররা।

তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে মাশরাফিদের।

২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দু’টি ওয়ানডে। ৩, ৬ এবং ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, তানভীর হায়দার।

নিউজিল্যান্ড দল:
রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোল ম্যাকোনহি (অধিনায়ক), বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজাজ প্যাটেল, ইয়ান ম্যাকপিক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.