নায়ক অমিত হাসানের সাথে দৈনিক আলোকিত উখিয়ার নির্বাহী সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ চলচিত্র জগতের পর্দা কাপানো নায়ক অমিত হাসানের সাথে হোটেল কক্স টুড়ে তে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক আলোকিত উখিয়ার নির্বাহী সম্পাদক মোহম্মদ নেজাম উদ্দিন, সাক্ষাতে বর্তমান চলচিত্র জগতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় নায়ক অমিত হাসান জানান বর্তমানে বাংলাদেশ চলচিত্রকে আমাদের সকলের প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে, যদি আমরা সুন্দর ও সচেতন মুলক সিনেমা নির্মান করি তা হলে হলে দর্শক
আবার হলে ফিরে আসবে, উনিশ সতকে আমরা দর্শকদের যেমন হলে রেখেছি চাইলে আজো তা আমরা পারবো সুষ্টধারার সিনেমা নির্মানের মাধ্যমে, নায়ক অমিত হাসান আরো বলেন বর্তমানে চলচিত্রে ভিলেন চরিত্রের জন্য যোগ্য অভিনেতার কারনে আমি এই সাইট টা বেচে নিয়েছি, এখন আমি ভিলেন এর অভিনয় করছি, এতে আমার আগের দর্শকরা আমাকে গ্রহন করেছে, এতেই আমি সার্থক, তিনি আরো বলেন, আগে আমি নায়কের অভিনয় করেছি তাতে আমি দর্শকের কাছে প্রিয় ছিলাম আজ আমি ভিলেন এর অভিনয় করছি আজ ও আমার দর্শক জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে এবং এতে এখন দর্শক আগ্রহ সহকারে হলে গিয়ে সিনেমা দেখছে, অমিত মনে করেন প্রতিটি কাজে চমক থাকতে হবে, যেন দর্শক পিছনে চলে না যায়, আমি তাই চেষ্টা করি, পরিশেষে সকলের দোয়া কামনা
করেছেন, দর্শকদের উদ্যেশে তিনি বলেন হলে গিয়ে সিনেমা দেখুন বাংলা সংস্কৃতিকে ধরে রাখুন চলচিত্রকে হারিয়ে যেতে দিবেন না।
Comments are closed.