ডেস্ক নিউজ:
নারায়ণগঞ্জের বন্দরে ইলিয়াস (৩৮) নামের এক ফটো সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।
রোববার (১১ অক্টোবর) রাত ৮টায় এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
ইলিয়াস বন্দর উপজেলার মজিবর মিয়ার ছেলে। তিনি স্থানীয় দৈনিক বিজয় পত্রিকায় কাজ করতেন। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক বিজয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আলম সেন্টু বলেন, নিহত ইলিয়াস আমাদের সঙ্গেই কাজ করতেন। সংবাদ প্রকাশের কারণে তার ওপর স্থানীয় মাদক ব্যবসায়ী তুষার বাহিনী ক্ষুব্ধ ছিল। সেই ঘটনার জের ধরেই আজ রাত ৮টার দিকে তাকে কুপিয়ে হত্যা করে তারা।
বন্দর থানার উপপরিদর্শক আরিফ ইসলাম বলেন, রাতে বন্দরের আদমপুর এলাকায় ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.