নামিবিয়াকে হারিয়েও লাভ হলো না কানাডার
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে কানাডার যুবারা। টুর্নামেন্টের ১৬তম ম্যাচে নামিবিয়াকে ৪ উইকেটে হারায় আরস্লান খানের দল। প্রথমে ব্যাট করে ৪৬ ওভারে ১৯৩ রানে অল আউট হয়ে যায় লোহান লরেন্সের দল। জবাবে ৪২ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কানাডা। তবে ‘সি’ গ্রুপ থেকে দুইটি করে ম্যাচ জিতে বাংলাদেশ ও ইংল্যান্ড আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে। সেই কারণে নামিবিয়া ও কানাডার বিশ্বকাপ আগেই শেষ হয়ে গিয়েছে।
এ দিন টসে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। শুরুটা ভালোও হয় তাদের। দুই ওপেনার লরেন্স ও জুরগেন লিন্ডের ব্যাটিংয়ের ওপর ভর দিয়ে বিনা উইকেটে অর্ধশত রানে পৌঁছে যায় নামিবিয়া। তবে ১৪তম ওভারের দ্বিতীয় বলে ওপেনিং জুটি ভাঙেন আকাশ গিল। দলীয় ৫৩ রানের মাথায় লিন্ডকে (২৫) ফিরিয়ে দেন তিনি। এরপর দলীয় ৭৯ রানের মাথায় অধিনায়ক লরেন্স ব্যক্তিগত ৩৮ রানে ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। শেষমেশ আকাশ ও রিশিভ যোশিদের আক্রমণের মুখে ৪৬ ওভারে ১৯৩ রান করে অল আউট হয়ে যায় তারা। কানাডার হয়ে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন আকাশ। এছাড়া যোশি ও অ্যারান পাথমানাথান ২টি করে উইকেট নেন।
জবাবে দলীয় ২০ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে কানাডা। এরপর আকাশকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক আরস্লান। দলীয় ১৩০ রানে আউট হওয়ার আগে অবশ্য নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন নেন আকাশ। ৪টি চারে সাজানো ছিলো তার ৫২ রানের ইনিংসটি। এরপর ক্রিজে অধিনায়ককে সঙ্গ দেন কেভিন সিং। দুইজনের জুটিতে ৫২ রান তোলার পর ব্যক্তিগত ৭২ রানে আউট হয়ে যান আরস্লান। এরপর অবশ্য দ্রুতই আরো ২ উইকেট হারিয়ে বসে কানাডা। তবে ৫০ রানের এক অপরাজিত ইনিংস খেলে ৪২ ওভারেই দলকে জয়ে দরজায় পৌঁছে দেন কেভিন। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন পেট্রুজ বার্গার ও শন ফৌচে।
সংক্ষিপ্ত স্কোর :
নামিবিয়া : ৪৬ ওভারে ১৯৩ (লিন্ড ২৫, লরেন্স ৩৮, ইবেন ভ্যান ওয়াইক ৩২, আকাশ ৪/৪৩, যোশি ২/২৮, অ্যারান ২/৩৮)।
কানাডা : ৪২ ওভারে ১৯৭/৬ (আরস্লান ৭২, আকাশ ৫২, কেভিন ৫০*, পেট্রুজ ২/২৯, ফৌচে ২/৩৪)।
ফলাফল : কানাডা ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আকাশ গিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.