নাতি-নাতনিদের নিয়ে তিন চাকার `ভ্যানে` প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ বাংলার নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো মমতাময়ী মা আবার কখনো দেশের প্রধান নেতা। সবখানেই তিনি এগিয়ে। কঠোর হস্তে যেমন তিনি জঙ্গি মোকাবেলা করেন আবার নরম হাতে আদর মাখিয়ে দেন নাতি নাতনিদের।

শুক্রবার গোপালগঞ্জ সফররত প্রধানমন্ত্রী নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা ঘুরলেন। সঙ্গে ছিলো তার নাতি-নাতনিরা। তবে এ সময় তিনি কোনো প্রটোকল ব্যবহার করেন নি।

গ্রাম বাংলার চিরচেনা তিন চাকার ভ্যানে ঘুরলেন তিনি। এ সময় তার কোলে ছিল এক নাতি। পাশে আরেক নাতনি। সঙ্গে ছিলেন ভাগ্নে (ছোট বোন শেখ রেহানার ছেলে) রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.