নাইজেরিয়ায় ‘ভুল’ বিমান হামলায় নিহত ৫০
ওয়ান নিউজ ডেক্সঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দেশটির বিমান বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৫০ জন বেসামরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১শ ২০ জন।। গতকাল মঙ্গলবার বর্নো রাজ্যের ক্যামেরন সীমান্তে বিমান হামলা চালায় নাইজেরিয়ার সেনাবাহিনী।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মূলত জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে এই বিমান হামলা চালায় সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র লাকি ইরাবর জানান, পাইলট জঙ্গি মনে করে বিমান হামলাটি চালায়। এতেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
স্বেচ্ছাসেবীরাও নিহতের তালিকায় আছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের ৬ জন কর্মী নিহত হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি নিহতদের প্রতি শোক জানিয়েছেন এবং সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.