নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুমোদন ছাড়াই পাহাড়ে গহিন বনে চলছে ইটভাটা

জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি :

পার্বত্যাঞ্চলে ইটভাটা নিষিদ্ধ থাকলেও ক্ষমতার দাপটে এবং আইনের ফাঁকফোকরে নাইক্ষ্যংছড়ির গহিন বনে গড়ে উঠেছে প্রায় ৮টি ও বেশি ইটভাটা। উখিয়ার হলদিয়া পালংয়ের ফজল মেম্বার ওরফে ফজল, উখিয়ার মনজুর, উখিয়ার হায়দার আলী, কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার পেয়ারোর ইটভাটাসহ ৮ ইটভাটার এসব মালিক ইট তৈরির ক্ষেত্রে কোনো আইনই মানছেন না।

নাইক্ষ্যংছড়িতে উপজেলার অবস্থিত সব ইটভাটাই গহিন বনে। পাহাড় ও টিলা কেটে বা চাষের জমির টপ সয়েল কেটে এসব ইটভাটার কাঁচামালের চাহিদা পূরণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলায় প্রায় ৮টি ইটভাটা গড়ে উঠেছে তার প্রতিটির মালিক ইট প্রস্তুত করতে নিয়ম না মেনে পরিবেশ নষ্ট করে চলেছেন।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন, যে সব ইটভাটার অনুমোদনের কোনো কাগজপত্র নেই। সেই সব ইটভাটায় খুব
শিগগির ব্যবস্থা নেওয়া হবে। #বিস্তারিত অাসছে….

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.