নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে এক উপজাতি নাইএছা মার্মা (১৫) নামের কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে । সে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দৈয়ার বাপের মার্মা পাড়ার মংলা ওয়াইন মার্মা ও উখেনু মার্মা মেয়ে। গত মঙ্গলবার(২৭এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় নিজ বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাইএছা মার্মা (১৫) বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
কিশোরীর মা উখেনু মার্মা জানান, তিনি প্রতিদিনের ন্যায় নিজের ধান ক্ষেত দেখা শোনা ও পরিচর্যার জন্য সকাল ৮ টার দিকে বাড়ী থেকে বের হয়ে যান ।
কাজ শেষে বাড়ীতে এসে দেখতে পান মেয়ে ঘরের চালের সাথে উড়না বেধে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে আছে। তখন আশ পাশের লোকজনের সহযোগিতায় উড়না কেটে তাকে নামানো হয়।
স্থানীয় বাসিন্দা উপ জাতীয় নেতা নিউলামং মার্মা জানান বিষয়টি পুলিশ কে অবহিত করার পর বাইশারী পুলিশ ফাড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যান।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভুঁইয়া বলেন খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আতœহত্যা । এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, বাইশারীর ঘটনাটি আমি জানা মাত্র পুলিশ পাঠিয়েছি । মেয়েটির সাথে পাশের আরেক উপজাতি ছেলের প্রেম থাকার কারনে মা বকাঝকা করলে অভিমান কওে আত্নহত্যা করেছে এমনটি জানতে পেরেছি। লাশের সৎকারের ব্যবস্থা করা হলে আমরা তা রুখে দিয়ে প্রাথমিক আলামত থেকে বুঝতে পারি এটি আত্নহত্যা। শরীরের কোন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি শুধু গলায় ফাসের দাগ রয়েছে। তারপরেও থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
গতকাল রাতে মৃত দেহ সৎকার সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিহতের পিতা।
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | দুপুর ২:০৩
আগের খবর
পরের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.