প্রেস বিজ্ঞপ্তি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তাংরা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।
মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষ্টোক হলে তার মৃত্যু হয়।
বুধবার সকাল ১০টায় বিছামারা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব উপদেষ্ঠা তসলিম ইকবাল চৌধুরী, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, সহ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, নারী সাংবাদিক সানজিদা আক্তার রুনা, সাংবাদিক আবু শাহমা সহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে শিক্ষক সাইফুল ইসলাম এর মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে শিক্ষক সমিতি সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.