নিজস্ব প্রতিবেদকঃ,
রামু-নাইক্ষ্যংছড়ি গর্জনিয়া সড়কের নাইক্ষ্যংছড়িস্থ বিজিবি স্কুল সংলগ্ন স্টিল ব্রিজটি ফিট নাথাকার কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। অথচ জেলার সর্ব বৃহৎ বাজার গর্জনিয়াতে যাতায়াতের জন্য একমাত্র সড়ক এটি ্ বিকল্ক সড়ক ব্যবহারের জন্য তৈরি করা হলেও তার অবস্থা তেমন ভাল নয় বলে জানিয়েছে আমাদের নাইক্ষ্যংছিড়ি প্রতিবেদক আব্দুর রশিদ। তিনি জানান, গত ১০ বছরে ব্রীজটি ট্রাকসহ ভেঙ্গে খাঁদে পড়ে ২ বার। সব মিলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ
এ স্টীল ব্রীজটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আর বিকল্প রূপনগর মৌলানা শফিকের বাড়ি থেকে -তুলাতলী সংযোগস্থলের সোয়া ১ কিলোমিটার সড়কটিও কাঁচা -অকেজো হওয়া সেটিও অচল। কেননা এ সড়কটিতে বড়বড় ছোটপুকুরসম গর্ত সড়কটিকে অচল রেখেছে সেই ১ যুগ পার হয়েছে । তবে জোড়া-তালি দেয়া হয়ে কয়েকবার। কাজের কাজ কিছুই হয়নি। ফলে যাত্রী সেবা ঠেকেছে শূণ্যের কোটায়।
ব্যবসায়ী সিরাজ,আবু সুফিয়ান,মামুন ও সিমেন্ট-লৌহ ব্যবসায়ী ইদ্রিস জানান, সব মিলে গর্জনিয়া-কচ্ছপিয়া-বাইশারী ও দৌছড়ি ইউনিয়নের দেড় লক্ষ মানুষ আর ৩ হাজার ব্যবসায়ীর মালামাল পরিবহনে পোহাচ্ছে চরম দূর্ভোগ। তাদের অর্থ অপচয় একে ডাবল। পরিবহন সমস্যা ও যথাসময়ে পণ্য পরিবহনে ঝামেলা পোহাতে হচ্ছে ট্রাক চালকদের এ সড়কে আসতে অনীহা আর আরো নানা ঝামেলায়। ভোক্তা সাধারণের দাবী-এভাবে সৃষ্ট দূর্ভোগের জেরে ৩ গ্রামীন হাট বাজারে পণ্যের দাম বেড়ে যায় অস্বাভাবিক। যুগযুগ ধরে চড়া দরে পণ্য কিনছে বেশী দরে। স্বাধীন দেশে একই পণ্যের রামু ও নাইক্ষ্যংছড়ি সদরে একদর আর গর্জনিয়া,বাইশারী ও দৌছড়ি বাজারে ভিন্ন দর। আর কৃষি নির্ভর এই ৪ ইউনিয়নের ধান,কলা,তরিতরকারী,গাছ ও অন্যান্য উৎপাদিত পণ্য দেশের অন্যান্য স্থানে রপ্তানীতে দরপতনের হিসেবটা দিনের পর দিন দীর্ঘ হচ্ছে।
এদিকে গর্জনিয়া বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা জানান, এই ব্রীজের কারণে প্রতিটা পণ্যের দাম বাড়তি টোকা খরচ হচ্ছে। যার কারণে হিসাব করে আমাদের বিক্রির সময় পণ্যের মূল্য বেগড় যায়।
এ ব্যাপারে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো ইসমাঈল নোমান বলেন,সড়কটির বিষয়ে অনেক চেষ্ঠ-তদরির তিনি করছেন। খুব শীঘ্রই এ বিকল্প সড়কের কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা একাধিকবার মাপঝোপ কর গেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.