নাইক্ষ্যংছড়িতে মুজিব নগর দিবস পালিত

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও মঙ্গলবার(১৭এপ্রিল)  দেশের অন্যান্য স্থানের ন্যায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে র ্যালী  বিকালে আলোচনা সভা, বির্তক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঐতিহাসিক মুজিব নগর দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম সারওয়ার কামাল এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, সমবায় কর্মকর্তা, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, তাংরা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ১৭ মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন মুজিব নগর সরকার গঠন না হলে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ পেতাম না। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অতিথিবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.