নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে দেশীয় তৈরী লম্বা বন্দুক উদ্ধার।

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ ৩১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন   (বিজিবি)জোনের অভিযানে দেশীয় তৈরী ১টি লম্বা বন্ধুক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মার্চ) রাতে সদর ইউনিয়নের বরিশাইল্লা পাড়া পাহাড়ী টিলা থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটানায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল আনোয়ারুল আযীম জানান- বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার অসিত কুমারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.