নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী খেলার প্রথম রাউন্ডের প্রথম খেলায় নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন ২-০ গোলে বাইশারী ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।

শুত্রুবার (২৮ মে) দুপুর ৩ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ অাহমদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে, ৫টি ইউনিয়ন ও মোট ৫টি দলের টিম নিয়ে অংশগ্রহণে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি’র সভাপতিত্বে ও
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহায়ক করিম ইকবাল সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ঊপজেলা পরিষদের চেয়ারম্যারও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) অাশারাফুল হক, জেলাপরিষদ সদস্য ক্যনোওয়ান চাক, উপজেলা নির্বাচন অফিসার অাবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের অাহবায়ক অাব্দুল হামিদ যুগ্ন সম্পাদক অামিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর অালম কাজল, সদস্য জয়নাল অাবদ্দিন টুক্কু, উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি অাব্দুস সত্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অালী হোসেন, নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি এসঅাই মুহাম্মদ গোলাম মোস্তাফা,নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: তপন বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল অাবছার সোহেল, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরফান মাহমুদ রায়হান, সাধারণ সম্পাদক মুমিনুল অালম মুমু প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.