নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিষ্ফোরণে দু’পা হারাল এক বাংলাদেশী
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিষ্ফোরণে বদিউর রহমান (৪৫) নামের আবারো এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪৫নং পিলার এর পাশে জিরো লাইনের কাটা তারের পাশে এই দূর্ঘটনা ঘটে। বদিউর রহমান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চেরার মাট এলাকার বাসিন্দা মৃত জাকের হোসেনর ছেলে। এ বিষয়ে মাইন বিষ্ফোরনের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর শেখ জানান লোকটি গরু খোঁজার জন্য সীমান্তের কাটা তারের পাশে গেলে মিয়ানমার বাহিনীর পুতে রাখা মাইন বিষ্ফোরনে তার দুই পা জ্বলে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ সংবাদ লেখাকাল পর্যন্ত সে চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য গত তিন মাসে নাইক্ষ্যংছড়ির সীমান্তে এ পর্যন্ত তিন রোহিঙ্গার মৃত্যু এবং দুই বাংলাদেশী পুঙ্গত্ব বরণ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.