নাইক্ষ্যংছড়িতে ফের অপহরণ চক্রের আরেক সদস্য গ্রেপ্তার।
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ দিনের ব্যবধানে ফের অপহরণকারী চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্য উপজেলার বাইশারী ইউনিয়নের উমুচিং পাহাড়ের বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র আব্দুচ সালাম (২৭)।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উমুচিং পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুচ সালাম মোঃ আনোয়ার প্রকাশ আনাইয়া বাহিনীর সক্রিয় সদস্য ও ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে অপহরণ, ডাকাতিসহ রাবার বাগানে অপহরণের সাথে জড়িত রয়েছে মর্মে পুলিশের নিকট স্বীকার করেছে। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারী ক·বাজারের ঈদগাঁও গজালিয়া এলাকা থেকে ৭০ বছরের বৃদ্ধ সৈয়দুল হককে অপহরণের সাথে ও জড়িত রয়েছে বলে ¯^ীকার করেছে। তাছাড়া তার স্বীকারোক্তিতে অনেক গোপন তথ্য জানা যায় বলে পুলিশ কর্মকর্তা জানান। যাহা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.