নাইক্ষ্যংছড়িতে উপজেলা মাসিক অাইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

 

আবদুর রশিদ  নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে (বুধবার ৩০জানুয়ারি) ২০১৯ ইং তারিখ দুপুর ১ ঘটিকায় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা উপজেলার সভাকক্ষে অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামিদা চৌধুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) অানোয়ার হোসেন, মো: খাইরুল বশর, মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি, অা:লীগের সহসভাপতি অাবু তাহের কোংপানী,সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, অা:লীগের সা:সম্পাদক ইমরান মেম্বার, বাইশারী ইউপি চেয়ারমম্যান মোঃ অালম কোংপানী,ইউপি চেয়ারম্যান হাবীব উল্লাহ, ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঈীর অাজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, ডা: সিরাজ, ইউপি সদস্য জোহুরা বেগম, মহিলা অা:লীগের সদস্য সচিব ওজিফা খাতুন রুবি প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের গোয়েন্দাসহ সকল স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে নাইক্ষ্যংছড়ি সার্বিক অবস্থার বর্ণনা দেন, এরপর সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন,
এবং তিনি সকল বক্তার বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার অাহবান জানান।
আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি বান্দারবান।
মোবাইলঃ ০১৮২৩০২৪৯০০

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.