নাইক্ষ্যংছড়িতে ইমামদের নিয়ে সম্মেলন।

 

 

মোঃ জয়নাল আবেদীন  টুক্কু,নাইক্ষ্যংছড়ি।

প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ)দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল।

প্রায় ১১০ পুরুষ ও ৪০জন নারী ইমামের উপস্থিতিতে এই ইমাম সম্মেলনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো: ইমরান মেম্বার, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলার এফও জাহাঙ্গীর আলম, এফএস রুহুল করিম, মডেল কেয়ারটেকার আবুল ফজলসহ ইমাম সমিতি’র নেতৃবৃন্দ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তারা বলেন, দেশে জঙ্গিবাদ রুখতে ইমামদের অনেক ভূমিকা রয়েছে। সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলার জন্য উপস্থিত আলেমদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে মডেল কেয়ারটেকার, সাধার কেয়ারটেকার, গণশিক্ষার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.