নাইক্ষ্যংছড়িতে আবারো সড়ক দুর্ঘটনা, আহত ৭
মো: জয়নাল আবেদীন টুক্কু , নাইক্ষ্যংছড়ি।
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়িতে সড়ক দূর্ঘটানায় ৫ মহলাসহ ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার দৌছড়ি ইউনিয়নের হাজিরমাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের নাইক্ষ্যংছড়ি হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে আহতদের দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল, উপজেলা আওমীলীগের যুগ্ন আহবায়ক আবু তাহের কোম্পানী, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও ইউপি সদস্য মো: ইমরান।
আহতরা হলেন, দৌছড়ি ইউনিয়নের কুলাচি এলাকার বাসিন্দা মৃত মখলেছুর রহমানের পুত্র আবুল হোছন (৭৫) মৃত কালা মিয়ার পুত্র আলী আহমদ (৫০), মো: আলমের স্ত্রী ছকিনা খাতুন (৩৫), মো: ইউনুছের স্ত্রী নুর বাহার (৩৫), মো: বেলালের স্ত্রী জান্নাত আরা (২৫), উচ্চাখালী এলাকার বাসিন্দা আবুল কালামের স্ত্রী দিলারা বেগম (৫৫), ও গাড়ী চালক মো: আবছার।
দৌছড়ি ইউপি চেয়ারম্যান জানান বৃহস্পতিবার সকালে চাঁদের গাড়ী ( জীপ) যোগে দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি থেকে রামু উপজেলার গর্জনীয়া বাজারে সাওদাপাতি ক্রয় করতে আসছিল তারা। তাদের বহন কারী গাড়ীটি হাজিরমাঠ এলাকায় পৌছলে পিছন থেকে এক যাত্রী চলন্ত অবস্থায় নেমে পড়ে। হেলফার না থাকায় চালক পিছনে ফিরা মাত্র গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে খাদে পড়ে যায়। এতে ৫ নারী সহ দুই পুরুষ গুরুত্বর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের কর্মরত ডাক্তার সালমান করিম খাঁন বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.