নতুন লুকে আসছেন ববি
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঢালিউড চলচ্চিত্রের চেনা গ্ল্যামার লুকের সঙ্গে এবার দ্যুতি ছড়িয়ে একেবারে নতুন মোড়কে আসছেন অভিনেত্রী ববি। একটি নয় দুইটি নয় তিনটি ছবি আসছেন তার। এর মধ্যে তার প্রযোজনায় নির্মিত হচ্ছে একটি ছবি। ছবিটির শিরোনাম ‘বিজলী’। অন্যদুটি হচ্ছে ‘নীলিমা’ এবং ‘বৃদ্ধাশ্রম’।
ববি বলেন, ‘বিজলী’ আমার স্বপ্নের প্রজেক্ট। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টারের প্রথম ছবি এটি। ঢাকা, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে শুটিং হয়েছে ছবিটির। আর মাত্র তিনদিন শুটিং করলেই এ ছবির কাজ শেষ হবে।’
তিনি আরও বলেন, ‘বৃদ্ধাশ্রম` চলচ্চিত্রটি প্রেম, ভালোবাসা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য নির্মিত হচ্ছে। এ ছবিতে আমার বিপরীতে আছেন এসডি রুবেল। ছবির পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে।’
এছাড়া ‘নীলিমা’ নামের আরও একটি ছবিতে অভিনয় করছেন ববি। তিনি বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি একেবারেই সাদাসিধে। মানে একটা সাধারণ মেয়ে, যার প্রেমিকের সাথে ব্রেকআপ হয়ে যায় তার অতি সরলতার জন্য। এরপর ঘটনাক্রমে সে ঘুরে দাঁড়ায়।’
তিনটি ছবিই মুক্তি পাবে চলতি বছর। এছাড়া ববির ইচ্ছা, আগামীতে তিনি আরও চলচ্চিত্র প্রযোজনা করবেন। সেই লক্ষ্যে তার ‘ববস্টার’ প্রযোজনা সংস্থাটি মজবুত করছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.