নতুন বিজ্ঞাপনে তানিন সুবাহ

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ আবারও বিজ্ঞাপনে কাজ করলেন চলচ্চিত্রের প্রিয়মুখ তানিন সুবাহ। কেমিষ্ট ল্যাবরেটরিজ লিমিটেডের ডিআর কেমো-সি ট্যাংকের বিজ্ঞাপনটির চিত্রায়ণ হয়েছে উত্তরা দক্ষিণ খানের কাচকুরা নদীর পারে।

মনোরম সব লোকেশনে গত বুধবার বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হয়। বিজ্ঞাপন জাগরণী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে এটি। নির্মাণ করছেন কামাল আহমেদ মিরাজ।

বিজ্ঞাপনটি চলতি মাসের শেষ দিকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে নিশ্চিত করেন নির্মাতা।

চিত্রনায়িকা তানিন সুবহা বলেন, ‘ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়। ইচ্ছে থাকলেও বিজ্ঞাপনেও খুব একটা কাজ করার সুযোগ পাই না। অনেক দিন পর এই বিজ্ঞাপনের কাজটি করছি। ভালো লাগছে।’

এদিকে তানিন সুবাহ অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। নতুন করে তিনি কাজ করছেন ‘দুই রাজকন্যা’সহ আরো বেশ কয়টি ছবিতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.