নতুন বছরে বিয়ে করবেন কঙ্গনা!

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বলিউড তারকা হৃতিক রোশানের সঙ্গে আইনী লড়াই নিয়ে এ মুহূর্তে আলোচনায় রয়েছেন কঙ্গনা রানাউত। এরই মধ্যে নতুন খবর হলো ২০১৭-তেই নাকি গাটছঁড়া বাঁধতে যাচ্ছেন তিনি!

টিভি অনুষ্ঠান ‘ভিএইচওয়ান ইনসাইড অ্যাকসেস’-এর সামনের পর্বে প্রধান অতিথি হয়ে আসছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অনুষ্ঠানে উপস্থাপক যখন কঙ্গনাকে প্রশ্ন করেন, নতুন বছরে কী করছেন তিনি? তখন কঙ্গনার সোজাসাপ্টা উত্তর ছিলো, “বিয়ে করছি!”

বরাবরই এমন সোজাসাপ্টা উত্তর দিতে অভ্যস্ত কঙ্গনাকে যখন প্রশ্ন করা হয়- পাত্রটি কে? তখন অবশ্য বেশ লজ্জা পেতে দেখা যায় তাকে! অকপটে বিয়ের কথা জানিয়ে দিলেও কাকে বিয়ে করছেন তা খোলাসা করে জানাননি এ অভিনেত্রী।

কথিত প্রেমিক হৃতিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর নতুন করে আবারও প্রেমে পড়েছেন কঙ্গনা- এমনটাই ধারনা করা হচ্ছিল। বিয়ের ঘোষণায় সে অনুমানই তবে সত্যি হতে চলেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.