ধোনির হারের হ্যাটট্রিক

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ মাইলস্টোনের দিনেও বাইশ গজে থেকে লড়াই চালালেন তিনি। কিন্তু বয়স বেড়েছে বোঝা যাচ্ছে। সঙ্গে মরু শহরের উত্তাপ আর আর্দ্রতা সেই ধকলকে আরও বাড়িয়ে দিয়েছে। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিনেও হারতে হল ধোনির চেন্নাইকে। আইপিএলের সাড়ে চার হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেও ম্যাচ হারলেন।

শেষ পর্যন্ত ক্রিজে থাকলেন; চেষ্টা করলেন, কিন্তু … এ যেন এলেন, খেললেন কিন্তু হারলেন! আইপিএলে টানা তিন ম্যাচ হারল সিএসকে। ৭ রানে ধোনিদের হারাল সানরাইজার্স হায়দরাবাদ।

১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস। ওয়াটসন ১, রায়াডু ৮ , কেদার যাদব ৩ রান করেন। ফাফ দু প্লেসি করেন ২২ রান। পাঁচ নম্বরে নেমেও ধোনি বড় শট খেলতে ব্যর্থ। তবে এদিন ২৪ রান করতেই আইপিএলে ৪৫০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন ধোনি।

রবীন্দ্র জাদেজা ৫০ রান করেন। ধোনি ক্রিজে থাকলেও ম্যাচ জেতাতে ব্যর্থ। ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেন তিনি। ৫ বলে ১৫ রান করলেন স্যাম কুরান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলল সিএসকে। ২টি উইকেট নেন নটরাজন।

শুক্রবার টস করতে যাওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। আইপিএলে ১৯৪ ম্যাচ খেলা হয়ে গেল তাঁর। তবে এদিন অবশ্য টস হেরে যান তিনি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

কিন্তু শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। শূন্য রানে ফিরে যান জনি বেয়ারস্টো। ডেভিড ওয়ার্নার (২৮) এবং মনীশ পাণ্ডে (২৯) ভালো শুরু করেও আউট হলেন। কেন উইলিয়ামসন করলেন মাত্র ৯ রান। এরপর প্রিয়ম গর্গ এবং অভিষেক শর্মার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে হায়দরাবাদ। ৫১ রানে অপরাজিত থাকেন প্রিয়ম। অভিষেক করেন ৩১ রান। চেন্নাইয়ের দীপক চাহার দুটি উইকেট নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.