সংবাদ বিজ্ঞপ্তি:
নোয়াখালীতে বিবস্ত্র করে নারীর ওপর বর্বর নির্যাতন ও এমসি কলেজসহ দেশব্যাপী সকল ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এ দাবিতে শুক্রবার (১৬ অক্টোবর) বাদে জুমা বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।
শহর সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিলটি কক্সবাজার হাসপাতাল সড়ক এলাকা থেকে শুরু হয়ে বার্মিজ মার্কেট এলাকায় মিছলোত্তর সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শহর সেক্রেটারি খালেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে শহর সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের অফিস সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাহাদুর, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি মুহাম্মদ মুহসিন প্রমুখ।
এতে শিবিরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতায় সারাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। ক্ষমতাকে পুঁজি করে সরকারি দলের নেতাকর্মীরাই এসব ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে। সারাদেশে ঘটিত ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।
১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩৭
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.