মোজাম্মেল হক, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শিশু সংসদের আয়োজনে ও কেয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন শ্রমজীবি অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০মে) বিকেল দৌলতদিয়া মডেল হাইস্কুলের মাঠ প্রঙ্গনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন শ্রমজীবি অসহায় ১’শ ২০ জন মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ঈদ সামগ্রীর তালিকায় ছিল,
৫ কেজি চাউল
২, কেজি আলু
আধা কেজি ডাউল
১প্যাকেট দুুধ
১প্যাকেট সেমাই
১,টি সাবান
,১কেজি চিনি
আধা কেজি তেল ও কিসমিস।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম, কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.সোহেল রানা, শিশু সংসদের উপদেষ্টা সেলিম খান, শিশু সংসদের প্রধান সম্বয়ক মো.জহুরুল ইসলাম, শিশু সংসদের চেয়ারম্যান সাবিত বিন রাসেল, সাধারন সম্পাদক শেখ আয়নাল আহসান প্রমুখ।
শিশুর সংসদেন সাধারন সম্পাদক শেখ আয়নাল আহসান বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন ও শ্রমজীবি অসহায় মানুষের পাশে আমরা আছি থাকবো। আজ আমরা চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদ সামগ্রী বিতরন করা হয়। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.