দৌলতদিয়া বাজারে অভিযান, দুই মুুদি দোকানিসহ ৫ জনকে জরিমানা

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে পণ্যের মূল্য, উৎপাদন ও পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুই মুুদি দোকানিসহ ৫ জনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে অভিযান চালানো হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন- মো.ইসলাম, জামাল, মোমিন, সাদ্দাম মোল্লা ও সাদ্দাম খাঁন। এদের একজনকে ৫ হাজার, আরেকজনকে ২ হাজার টাকা, বাকী ব্যবসায়ীদের ৫০০টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি অমান্য ও পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুই ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.