দৌলতদিয়ায় কর্মহীন ও অসহায় ১০০পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

মোজাম্মেল হক, গোয়ালন্দ থেকে।

রাজবাড়ীর দৌলতদিয়া রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপির নির্দেশক্রমে ঈদুল ফিতর উপলক্ষে করোনা কালিন সময়ে কর্মহীন ও অসহায় দুস্থ ১’শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন দৌলতদিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. আশরাফুল ইসলাম আশরাফ।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেল ৫ টায় দৌলতদিয়া ভিআইপি রেস্ট হাউজ চত্ত্বরে থেকে প্রতি পরিবারকে নগদ ৫’শ টাকা করে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ মিশা প্রমুখ।

এসময় আশরাফুল ইসলাম আশরাফ বলেন, মাননীয় এমপি কাজী কেরামত আলী এমপির নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নদী ভাঙ্গন কবলিত দৌলতদিয়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ১শ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছি। আপনারা সকলে প্রধানমন্ত্রী ও এমপির জন্য দোয়া করবেন। আর আমার জন্যও দোয়া করবেন আগামীতেও আমি আপনাদের পাশে থাকতে পারি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.