দোকানের সামনে বালির স্তুপ! এ কেমন ভোগান্তি!

ওয়ান নিউজঃ

কক্সবাজার শহরের প্রধান সড়ক লালদিঘির দক্ষিণ পাড়স্থ জিয়া কমপ্লেক্সের জুনাইদ মার্কেটের সামনে চলাচলের পথে মাটি ও বালি স্তুপ করে রাখা হয়েছে। এতে করে ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের মালিকপক্ষ সড়কের জায়গায় দোকান ঘর নির্মাণের জন্য এসব নির্মাণ সামগ্রী মজুদ করা শুরু করেছে। ব্যক্তি স্বার্থের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।
ভোগান্তির শিকার পথচারী নুরুল আলম অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে মার্কেটের ভেতরের পথ দিয়ে আদালতে যেতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এটি একদিকে যেমন অমানবিক ও অসামাজিক। অন্যদিকে আইন পরিপন্থী কাজ।
জিয়া কমপ্লেক্সের মধুবনের মালিক বোরহান উদ্দিন জানান, সকালে দোকান খোলতে গিয়ে দেখেন, তার দোকানের সামনে বিরাট মাটির স্তুপ। যে কারণে ক্রেতারা তার দোকানে ঢুকার পথে ভোগান্তির শিকার।
তবে, কি কারণে এভাবে মাটির স্তুপ করে রাখা হয়েছে তা জানাতে পারেন নি।
এস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম জানান, মার্কেটের সামনে মাটি ও বালির স্তুপ করে রাখার কারণে তারা কষ্ট পাচ্ছে। কাস্টমাররা মার্কেটে ঢুকতে পারছে না।
একই অভিযোগ ওই মার্কেটের জনসেবা ফার্মেসির মালিক সিরাজুল হক ও তাজ কর্পোরেশনের স্বত্বাধিকারী জানে আলমের।সমস্যা দ্রুত সমাধান তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে, অভিযোগ প্রসঙ্গে জানতে জুনাইদ মার্কেটের মালিক আবুল হাশেম কোম্পানির সাথে যোগাযোগ করতে গেলে পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.