দৈনিক সাগর দেশ পত্রিকায় ‘বর্ষসেরা শ্রেষ্ট প্রতিনিধি’ সম্মাননা পেলেন মনছুর রানা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক সাগর দেশ পত্রিকার বর্ষসেরা ‘শ্রেষ্ট প্রতিনিধি’ স্বীকৃতির সম্মাননা পেয়েছেন চকরিয়া উপজেলা প্রতিনিধি এম.মনছুর আলম রানা।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজার কলাতলীস্থ হোটেল আলফা ওয়েব অনুষ্ঠিত পত্রিকাটির বার্ষিক প্রতিনিধি সম্মেলনে তাকে এই স্বীকৃতির সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

প্রতিনিধি সম্মেলনে কাজের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক এম.মনছুর আলমকে ‘বর্ষসেরা শ্রেষ্ট প্রতিনিধি’ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোস্তফা সরওয়ার। একই সাথে ওইদিন পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে কাজের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দেয়া হয়।
উক্ত প্রতিনিধি সভায় পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন দৈনিক সাগর দেশ পত্রিকার
নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, পরিচালনা সম্পাদক, চীফ রিপোর্টারসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।

বর্ষসেরা শ্রেষ্ট প্রতিনিধি’র পুরস্কার প্রাপ্তিতে সাংবাদিক এম. মনছুর আলম এক প্রতিক্রিয়ায় বলেন, কাজের স্বীকৃতি সব সময় আনন্দের। এ কৃতিত্ব আমার একার নয়। বিশেষ করে সংবাদ প্রতিবেদন তৈরি করতে কাজের ক্ষেত্রে যারা তথ্য উপাত্ত দিয়ে আমাকে সহযোগীতা, অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন তাদের জন্য আজকে আমার এ প্রাপ্তি। তিনি অতীতের ন্যায় আগামীতেও পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পর পর তিনবার দৈনিক সাঙ্গু পত্রিকায় ‘বর্ষসেরা শ্রেষ্ঠ প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি। এছাড়াও ২০১৯ সালে দৈনিক সাঙ্গু পত্রিকায় ‘নিয়মিত প্রতিবেদক’ হিসেবে তাকে সম্মাননা পুরস্কার তুলে দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.