দৈনিক সমকালের সাংবাদিক শিমুলের মৃত্যুতে কালীগঞ্জ প্রেসক্লাবের শোক ও বিবৃতি
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
সিরাজগঞ্জের শাহাজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর ব্যাক্তিগত শর্ট গানের গুলিতে দৈনিক সমকালের শাহাজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যুতে আমরা ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগন গভীর শোকাহত।
অবিলম্বে সাংবাদিক হত্যাকারী মেয়র মিরুর ফাসির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমারদেশের টিপু সুলতান, সাধারন সম্পাদক সমকালের জামির হোসেন, দিনকাল ও নবচিত্রের মোস্তফা জলিল, বাংলা ট্রিবিউন ও সমাজের কথার নয়ন খন্দকার, গ্রামের কাগজের মিঠু শিকদার, অবজারভারের আজিবর রহমান, ডেসটিনির হাসান জাকির, নতুন কথার রেজাউল ইসলাম, আরটিভির শিপলু জামান, যায় যায় দিনের তারেক মাহমুদ, ডেইলি সানের ওসমান গনি জুয়েল আলোকিত বাংলাদেশের সাবজাল হোসেন, দৈনিক পূর্বাঞ্চল ও আজকালের খবরের মানিক ঘোষ, প্রজন্মের ভাবনার বাবুল আক্তার, কল্যানের আরিফ মোল্লা, পরিবর্তন ডটকম ও খোলা কাগজের শাহরিয়ার রহমান সোহাগ ও ভোরের পাতার সাইদুর রহমান, করতোয়া ও সমাজের কাগজ এমদাদুল ইসলাম ইনতা, জনপদের অপূর্ব রায় ও সাংবাদিক এম এ লিতু প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.