নিজস্ব প্রতিবেদকঃ
দেশে প্রতিবছর ২৫ লাখ মেট্রিক টন গুড়ের চাহিদা পুরনের লক্ষ্য নিয়ে হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক দেশ ব্যাপী এক কোটি খেজুর চারা রোপন কার্যক্রম কক্সবাজারেও শুরু হয়েছে। এ উপলক্ষে (২৩ সেপ্টম্বর শুক্রবার ) বিকালে রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সড়কে খেজুর চারা রোপন করে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন অনুষ্টানের উদ্ভোধক ও প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। এর আগে মাদ্রাসা মাঠে উদ্বোকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সচিব জাকির হোসেন বলেন দেশে প্রতি বছর ২৫ লাখ গুড়ের চাহিদার মধ্যে মাত্র ৪ ভাগ গুড় উৎপাদন করা হয়, আরও ৯৬ ভাগ গুড় বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে দেশের টাকা সাশ্রয়ী করতে দেশ ব্যাপী খেজুর চারা রোপনের উপর জোর দেন তিনি। এ ছাড়াও সমুদ্র সৈকতের পাড়ে খেজুর চারা রোপন করলে ভাঙ্গন রোধ সম্ভব বলেও মনে করেন সচিব জাকির হোসেন।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কক্সবাজার সভাপতি আনম হেলাল উদ্দিন,সেক্রেটারি প্রফেসর এ এম আনোয়ারুল হক, মাদ্রাসার অধ্যাপক মৌলানা মোহছেন শরীফ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.