দেশের সেরা শিক্ষক-শিক্ষিকা মাসুদ রানা ও ইয়াসমিন আক্তার
ডেস্ক নিউজ:
সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পাবনার ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা এবং দেশসেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন মাগুরার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ইয়াসমিন আক্তার। শুধু তাই নয়, শিক্ষিকা ইয়াসমিন আক্তারের অজোপাড়াগাঁয়ের প্রতিষ্ঠান আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও দেশসেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) ও সেরা হওয়া শিক্ষক সূত্রে এ তথ্য জানা গেছে।
সারাদেশের প্রাথমিক স্তরের পড়াশোনার মান বাড়ানোসহ অন্যান্য ইতিবাচক বিষয়গুলোতে নজর দিতে প্রতিবছর স্কুল, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা অফিসারসহ প্রায় ১৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব ক্যাটাগরির শিক্ষকসহ সবাইকে পুরস্কৃত করা হয়। এ বছরও আগামী ৬ মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর আয়োজন করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এই মিলনায়তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে এই ১৯টি ক্যাটাগরিতে পুরস্কৃত হওয়া শিক্ষকরা পুরস্কার গ্রহণ করবেন।
ডিপিই সূত্রে জানা গেছে, ১৯ ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক। এছাড়া শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে পাবনা পিটিআইয়ের ইন্সট্রাক্টর সুলতানা আফরোজ ইয়াসমিন, বরিশালের মুলাদী উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজ আলম, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত হয়েছে টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুনছুর আলী, ঝরে পড়ে যাওয়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম ক্যাটাগরিতে গোপালগঞ্জের মুকসুদপুরে অবস্থিত ৪৩ নং বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে মাগুরার খালিশায় অবস্থিত আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের বিয়ানীবাজারের সমাজসেবী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, শ্রেষ্ঠ পিটিআই প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে জয়পুরহাট পিটিআই, শ্রেষ্ঠ সহকারী ইউআরসি টিআরসি হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের কাউখালীর সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর আল মামুন, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবীব, শ্রেষ্ঠ ইউআরসি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের শৈলকুপার ফিরোজা পারভীন, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৌলভীবাজার জেলার আব্দুল আলীম, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট নরসিংদীর রায়পুরা পিটিআইয়ের রোকসানা পারভীন, শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের ড. উর্মি বিনতে সালমা, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান এবং শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম হোসনাইন।
১৯ ক্যাটাগরির শ্রেষ্ঠ শিক্ষকসহ অন্যান্যদের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ডিপিই অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিপিই ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। সেই কমিটি শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অফিসারসহ ১৯ ক্যাটাগরিতে যাচাই বাছাই করে নম্বর দেয়। বেশি নম্বর প্রাপ্তদের নির্দিষ্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। আগামী ৬ তারিখে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ অনুষ্ঠিত হবে। সেখানে ১৯ ক্যাটাগরির শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হবে। এ অনুষ্ঠান উপলক্ষে পুরস্কার প্রাপ্তদের ৬ তারিখের অনুষ্ঠানে আসার জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে।’
এদিকে দেশসেরা শিক্ষক পাবনার ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমি নির্বাচিত হয়েছি। আমি খুবই আনন্দিত। ইতোমধ্যে আমি চিঠিও হাতে পেয়েছি।‘
অন্যদিকে মাগুরার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে আমি দেশের সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছি। আমি খুবই আনন্দিত। আগামী ৬ তারিখ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে পুরস্কার নেওয়ার জন্য দাওয়াত করা হয়েছে।’-বাংলাট্রিবিউন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.