নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের বিষয়ে সরকারকে আরো কঠোর হতে পরামর্শ দিয়েছেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নেতারা।
তারা বলেন, রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা দিনদিন বাড়ছে। কক্সবাজারসহ বাংলাদেশকে নিরাপদ রাখতে প্রত্যাবাসন কার্যক্রম আরো বেগবান করতে হবে।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের জরুরি সভায় বক্তারা কথাগুলো বলেছেন।
কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
সাংগঠনিক সম্পাদক ইমাম খাইরের সঞ্চালনায় সভায় বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণ, চাঁদাবাজী বেড়েছে। অস্ত্রের ব্যবহার ভয়াবহ রূপ ধারণ করেছে। রোহিঙ্গাদের কারণে অপ্রতিরুদ্ধ হয়ে পড়েছে ইয়াবা, চোরাচালান। যে কোন মূল্যে রোহিঙ্গাদের ঠেকাতে হবে।
সভায় বলা হয়, যেসব পুরাতন রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র পেয়েছে তা যাচাই বাছাইপূর্বক বাতিল করতে হবে। একই সাথে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদের ক্যাম্পে ফিরিয়ে নিতে হবে।
বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় রোহিঙ্গাদের চাকুরি দেয়া যাবে না। শ্রম বাজার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
যে সব রোহিঙ্গা স্কুল-কলেজে পড়ছে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সনদে ‘রোহিঙ্গা’ শব্দ লিখার দাবি জানানো হয়।
সভায় বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন- সহসভাপতি আবদুল হক নূরী, রাশেদুল ইসলাম ডালিম, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য শিক্ষক নেতা এম জাবের, হুসাইনুল হক, মোহাম্মদ শফি উল্লাহ শেখর, মোঃ শাহাদাত হোসাইন, সুলতান মাহমুদ, হারাধন রুদ্র সুজন, জিল্লুল করিম, জাহেদুল ইসলাম, মোজাহেরুল ইসলাম আনু, মো: কায়ছার, সাগর পাল সাজু, জিয়াউল হক, এম ডি আবদুল্লাহ, কামাল উদ্দিন, মোস্তফা কামাল রিফাত প্রমুখ।
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.