দেব-মিমির পথে হাঁটবেন জিৎ?

বিনোদন ডেস্ক:
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা দেব। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তারা। পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঘাটাল ও যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন দেব ও মিমি।

কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, দেব-মিমির পথেই হাঁটতে যাচ্ছেন জিৎ। তাদের মতো তিনিও রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে জিতকে এক ভক্ত প্রশ্ন করেন, রাজনীতিতে যোগ দেবেন কিনা? জবাবে জিৎ বলেন—‘আমি জানি না। রাজনীতি সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই। তবে আমি ভাগ্যে বিশ্বাস করি। যদি ভাগ্যে তেমন কিছু থাকে তাহলে আলাদা বিষয়। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো পরিকল্পনা নেই।’

মূলত এই বক্তব্যের পরই রাজনীতিতে জিতের যোগ দেওয়ার বিষয়টি নতুন করে সামনে আসে। এ নিয়ে গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় চলছে চর্চা। যদিও রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি পরিষ্কার করেননি জিৎ। এখন সময়ই বলে দেবে পর্দার হিরো বাস্তবে রাজনীতির মাঠে নামবেন কিনা!

জিতের পরবর্তী সিনেমা ‘বাজি’। এতে প্রথমবারের মতো মিমির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। আগামী দীপাবলীতে এ সিনেমার টিজার মুক্তি পাবে। কবে নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত নয়। কারণ করোনার কারণে এখনো মানুষ হলমুখী হননি। এ বিষয়ে জিৎ বলেন—‘সবাই সব কিছু করছেন, শুধু ভয় পাচ্ছেন সিনেমা হলে যেতে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.