দুর্নীতি করে কেউ ছাড় পাবে না : দুদক চেয়ারম্যান
ওয়ান নিউজঃ দুর্নীতির বিষয়টি এখন সর্বগ্রাসী। দুর্নীতি করলে কেউ ছাড় পাবেন না। কেউ দেশে আইনের ঊর্ধ্বে না। বললেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
শুক্রবার দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ, শিক্ষা উপকরণ বিতরণ এবং উদ্বুদ্ধকরন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
দুদক চেয়ারম্যান আরো বলেন, দুর্নীতি করে কেউ পার পাবেনা। রংপুর সিটি করপোরেশন মেয়র এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি’র দুর্নীতি বিষয়ে কোনো ছাড় দেয়া হবেনা ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.