দুর্নীতি ও বৈষম্য অবসানের দাবী জাসদের

সংবাদ বিজ্ঞপ্তি:
দুর্নীতি-লুটপাট-অন্যায়-অনাচার-বৈষম্যের অবসান ও সুশাসন নিশ্চিত করে, সংবিধান নির্দেশিত সমাজতন্ত্র প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন জাসদ কক্সবাজার জেলা নেতৃবৃন্দ।

শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় লালদীঘির পাড়স্থ বঙ্গবন্ধু সড়কে জেলা জাসদ আয়োজিত সংগঠনের জেলা সভাপতি জননেতা নইমুল হক চৌধুরী টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভায় নেতৃবৃন্দরা উপরোক্ত দাবী উত্থাপন করেন।

আলোচনা সভায় বক্তরা বলেন- সার্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে। করোনা সংক্রমন বিস্তার রোধে সতর্কতা জোরদার করতে হবে এবং টেস্টসহ চিকিৎসাসেবা সম্প্রসারিত করতে হবে। সকলের জন্য ভ্যাক্সিন সংগ্রহে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

বক্তারা আরো বলেন- বর্তমান নিত্যপণের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার নিয়ন্ত্রন করছে একশ্রেণীর সিন্ডিকেট। এসব বাজার সিন্ডিকেট দমন করে, নিত্যপণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ-লুটেরা-গুন্ডা-ধর্ষক-অপরাধীদের সাথে অসৎ রাজনৈতিক নেতা ও পুলিশ- প্রশাসনের অসৎ অফিসারদের সন্ধি ভেঙ্গে দিতে হবে। সর্বস্তরে শুদ্ধি অভিযান অব্যাহত রেখে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করার দাবী জানান।

পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক শান্তি বজায় রাখতে ধর্মভিত্তিক রাজনীতি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল করতে সরকারকে আরো কঠোর হতে হবে এবং যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার দাবীও জানান।

এদিকে ৩০ অক্টোবর রাতে শহর জাসদের সহ-সভাপতি সাংবাদিক আমান উল্লাহ আমান পেশাগত দায়িত্বপালন কালে তার উপর ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীও জানান বক্তারা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক ও জাতীয় যুবজোট কক্সবাজার জেলা সভাপতি অজিত কুমার দাশ হিমু, মহেশখালী উপজেলা জাসদের সভাপতি আশরাফুল করিম সিকদার নোমান, জেলা জাসদ নেতা মীর মোশারফ হোসেন, মোঃ জাকের হোসেন, শ্রমিক জোট সভাপতি আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক কাইছার হামিদ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি আবদুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের অর্থ সম্পাদক আলহাজ্ব ফরিদুল আলম, সহ-সম্পাদক একেএম মাহতাবুল ইসলাম, জাসদ নেতা লস্কর আলী, খোরশেদ আলম অদুদ, ডালিয়া জামান, আবু তৈয়ব, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি প্রদীপ দাশ, জাতীয় যুবজোট উখিয়া উপজেলা সভাপতি এমরামুল হক কন্ট্রাক্টার, সদর উপজেলা যুবজোট সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, রামু উপজেলা যুবজোট সভাপতি শহিদুল ইসলাম খোকন, শহর জাসদ ২নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ শফি, যুবজোট নেতা আহসান উল্লাহ অভি, মুন্নি বেগম, আকবর বাদশা পুতুল, মোঃ নুর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.